Logo

ডাটা এন্টি ফ্রি ক্লাস

ডাটা এন্ট্রি কি , কেন, কিভাবে?

আমি প্রথমেই বলে নেই যারা ডাটা এন্ট্রি (Data Entry) কাজটি করে থাকেন তাদের জন্য আমার এই লেখা নয়। যারা বর্তমানে এ কাজটি করছেন তাদের প্রতি আমার শুভ কামনা রইল- আপনারা এগিয়ে যান আপনাদের কাঙ্খিত লক্ষ্যে।তবে যারা নতুন –সেই নবীন ভাই-বোনদের উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র লেখা।ডাটা এন্ট্রি (Data Entry) হচ্ছে কম্পিউটারের মাধ্যমে একটি নির্দিষ্ট ধরনের ডাটা একটি স্থান থেকে অন্য আরেকটি স্থানে প্রতিলিপি তৈরি করা। Data Entry গুলো হতে পারে হাতে লেখা কোন তথ্যকে কম্পিউটারের মাধ্যমে টাইপ করা কিংবা কম্পিউটারের কোন একটি প্রোগ্রামের Data একটি Spreadsheet ফাইলে সংরক্ষণ করা ইত্যাদি।